রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post
১০ বছর পর 

আমতলী উপজেলা যুবলীগ সম্মেলন 

বরগুনা প্রতিনিধি

আমতলী উপজেলা যুবলীগ সম্মেলন 

১০ বছর পরে আমতলী উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষ হয়েছে। রোববার (৩০ জুলাই) আমতলী সরকারি কলেজ প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
 
আমতলী উপজেলা যুবলীগ সভাপতি জিএম ওসমানী হাসানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন এমপি অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগ প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, কাজী মাজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামিম আল সাইফুল সোহাগ, বরগুনা জেলা যুবলীগ সভাপতি রেজাউল কবির এ্যাটম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় যুবলীগ সদস্য সাইফুল ইসলাম সুমন. আব্দুল্লাহ আল মিঠু, মাহতাবুল বারী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অ্যাড. গোলাম কিবরিয়া শামিম, বরগুনা জেলা যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ জুয়েল ও ইলিয়াস আকন প্রমুখ। 

সম্মেলনে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা আ.লীগ সভাপতি পৌর মেয়র মতিয়ার রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. এমএ কাদের মিয়া, ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, ওসি কাজী শাখাওয়াত হোসেন তপু, ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা প্রমুখ।

২০১৩ সালে ২১ জুন আমতলী উপজেলা যুবলীগ সম্মেলন হয়। ওই সম্মেলনে জিএম ওসমানী হাসানকে সভাপতি ও দেওয়ান জাহিদকে সাধারণ সম্পাদক করা হয়। গত ১০ বছর ওই কমিটিই সুচারুভাবে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছেন। 

গত ১৫ জুলাই কেন্দ্রীয় নেতাদের নির্দেশে বরগুনা জেলা যুবলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক আমতলী উপজেলা ও পৌর শাখা সম্মেলনের তারিখ ঘোষণা করে। 

টিএইচ